Thursday, April 30, 2020

একটা ঝড় চাই

একটা ঝড় চাই
যাতে সব ছাই উড়ে যাবে,
একটা ঘর চাই
যেখান থেকে দেখা না যাবে !

তুফান আসুক আরো জোরে
তুফান উঠেছে ভেতরে -
ভেতর দেখা যায় না বলে
বাহির মেতেছে কোলাহলে ;

বাহির দিচ্ছে দোষ
ভেতর দিয়েছে প্রেম
ছাইচাপা আফসোস
হোক না শেষ লেনদেন ।

বাহিরে এখন মেঘ
আমি ঝড়ের অপেক্ষায় ,
চোখ দেখেছে মিথ্যে আবেগ
আর যেন দেখতে না হয় ।

সব শেষে আমি ঝড় চাই
যাতে তার ছাই উড়ে যাবে -
এ শহর মানবে কিনা -
বাতাস আগুন এখানেই রবে ।

তবু যেন দেখা না যাবে
তবু যেন দেখা না হবে ,
এমন একটা ঝড় চাই
যাতে সব ছাই উড়ে যাবে।

সুস্মিতা বিশ্বাস সাথী
২৯.০৪.২০২০


No comments:

Post a Comment

Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...