বিস্মৃত বোঝা

আমি দুঃখ
বেদনার ইতিকথা-
আমি বাতাস-
ফাগুনের প্রথম নিঃশ্বাস-
বৃষ্টির গন্ধ পাওয়ার আগেই শেষ-
শেষ হয়ে চেয়ে থাকা অনিমেষ।
আমি শান্তি।
প্রাণ নাই যখন শরীরে,
আমি স্মৃতি-
আমি বিস্মৃত বোঝা
নিবিড়ে।
যেখানে শেষ হল শান্তি,
সাথী সেখানেই।
আমি বিরক্তি।
আমি পোড়া স্মৃতি।
আমি মনে না পড়া উপন্যাস।
আমি ঘুম।
আমি চুপ।

No comments:

Post a Comment

Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...