গানের পেছনের গল্প ও অন্যান্য (স্বপ্নে তার সাথে হয় দেখা)

খুব ছোটবেলায় যখন থেকে অক্ষর গুছিয়ে শব্দ আর শব্দ গুছিয়ে বাক্য রচনা করা শিখেছেন তখন থেকেই কবিতা, গল্প আর গান লেখালেখি করেন সুস্মিতা বিশ্বাস সাথী। প্রথম কবিতা লিখেছেন ৫ বছর বয়সে। প্রথম গল্প লিখেছেন ৬ বছর বয়সে আর প্রথম গান লিখেছেন ১০ বছর বয়সে। ২০০৭ সালে সুস্মিতা বিশ্বাস সাথী এস এস সি পাশ করেছেন।
তখন সুস্মিতা বিশ্বাস সাথী ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী। “স্বপ্নে তার সাথে হয় দেখা” গানটি ওই সময়েই লেখা হয়। ২০০৬ এ রিলিজ হওয়া হাবিব ওয়াহিদের প্রথম সোলো এলবাম 'শোনো' এর গান। সকল শ্রোতার অন্তরে হাবিব ওয়াহিদ বীরদর্পে জায়গা করে নিয়েছেন এ গান দিয়ে। 'শোনো' এলবাম এর গানগুলো শুনলে এখনও বারবার প্রেমে পড়তে ইচ্ছে হয়। “স্বপ্নে তার সাথে হয় দেখা” শুনে এখনও এক মায়াবতী রমণীর চেহারা ফুটে ওঠে। দারুন শ্রোতাপ্রিয়তা পায় গানটি। এই এলবামের মাধ্যমেই লিরিসিস্ট (গীতিকার) হিসেবে আত্নপ্রকাশ করেন খুলনার মেয়ে সুস্মিতা বিশ্বাস সাথী
হাবিব ওয়াহিদের অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার বর্তমানে স্থপতি এই সুস্মিতা বিশ্বাস সাথী। মাত্র ১৩ বছর বয়সে এত চমৎকার সব লিরিক্স লিখে ফেলা নি:সন্দেহে চমকপ্রদ। শুধু হাবিব নয় হৃদয় খান, ন্যান্সি, তাহসান সহ আরো অনেক জনপ্রিয় সিঙ্গারের জন্য গান লিখেছেন সুস্মিতা।

স্বপ্নে তার সাথে হয় দেখা
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ সুস্মিতা বিশ্বাস সাথী
এলবামঃ 'শোনো' (২০০৬)

                                      স্বপ্নে তার সাথে হয় দেখা,

বসে বসে ভাবি, 

তা একা একা। 



সে যে স্বপ্নে আসে তবু 

স্বপ্নের চেয়েও মধুর। 
তাকে পাবার আশায়,
দু'চোখ রাখা দূর বহুদূর।



তার স্বপ্ন দেখে রাত চলে যায়,

তারপর আসে ভোর,
তারপর আমার ঘুম ভাঙে। 



দেখি ব্যস্ততার শহর,

অবিরাম ছুটে চলা,
একা একা কথা বলা। 
কত কিছু বলে ফেলা,
তাকে ভালোবেশে ফেলা,



এ ভালবাসাতেই রোদ্দুর ! 



তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়,

সোনালী রোদে ভরা,
মেঘের আকাশ চাই না। 

তার স্বপ্নে আছে তাঁরা!


বেসেছি ভালো তাকে,

স্বপ্ন দেখার ফাঁকে। 
স্বপ্নের রং মেখে,
মনেতে তার ছবি এঁকে। 



সে স্বপ্নের চেয়েও মধুর!



স্বপ্নে তার সাথে হয় দেখা,

বসে বসে ভাবি, 
তা একা একা। 



সে যে স্বপ্নে আসে তবু 

স্বপ্নের চেয়েও মধুর। 
তাকে পাবার আশায়,
দু'চোখ রাখা দূর বহুদূর।


No comments:

Post a Comment

Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...