তুমি বজ্র হলেও আমার আলোক !

তোমার সুঘ্রাণ,
নীরব পৃথিবী-
আমার কাব্য,
তোমার দখিনা দুয়ার
বাতাসের টান
অনবদ্য।
দিন শেষে প্রিয়মুখ
হাসিটা লেগে থাকুক,
আমার অনুরাগে
ঘর ছেড়ে যাবো তাই
বারেবার বলে যাই
তুমি চল সাথে।
বৃষ্টির ছিটেফোঁটা
তোমার চোখে চাওয়া,
আবার শিহরণ-
না পারি থামাতে
না পারি দেখাতে
চেয়ে থাকি কতক্ষণ!
যাবার ডাক এসেছে,
হয়তো বলা হবে না
কি ছিল গোপনে,
বিদায়ের বেলা এসে
তুফানের ঝড় এসে
নিয়ে যাবে টেনে।
হয়তো কিছুই বলা হবে না-
তোমার অপার আকাশ
মেঘের আড়ত,
তোমার যত্ন করা ছিন্ন করা ভালবাসা।
আমি আর কোথায় পাবো?
শত দুর্ভাগ্যের মিছিলে
তুমি সৌভাগ্য ছিলে,
তাই তোমাকেও নিয়ে যাবো।
যাবে না তুমি, সমাজের ভয়-
উদাসীন হয়ে রবে আমার প্রণয়,
চলে যাবো সীমানায়,
তোমার বাতাসের বেগ
আমায় উড়িয়ে নিয়ে যাবে
অন্য এক ঠিকানায়।
আরও কিছু দিন বাকি
আর কত দেবে ফাঁকি
মন লুকিয়ে কি হবে?
চলে যাবার সময়
একবার যেন দেখি তোমায়,
কিছুই নিয়ে যাবো না-
সবই পড়ে রবে।
ছবি হয়ে রবে।
আমার নিথর দেহ,
তোমার শান্তির ঘুম।
তুমি বজ্র হলেও আমার আলোক।
তোমার হাসি- 
মহাশূন্যের বজ্রপাত।
তোমার যত্ন।
তোমার জেগে থাকা।
আমার বেঁচে থাকা।

সুস্মিতা বিশ্বাস সাথী
তারিখঃ ০৮ / ০৫/ ২০২০ 

No comments:

Post a Comment

Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...