Monday, April 20, 2020

তোমার নিবিড় রাতের সৌন্দর্য



তোমার নিবিড় রাতের সৌন্দর্য,  
গহীন অরন্যের রুপালী জোছনা-
তুমি কি সেই আশ্চর্য! 
যে নিয়েছে আমার সব যন্ত্রণা?
তোমার মাথায় রাখি হাত
আর চোখের উপর চোখ -
বেধে ফেলেছি সাত খানা পাক,
যখন টেনে নিয়েছ আমার শোক!
বুকে নিয়েছ আমার সকল
আমার মস্তিস্কের সব আসল,
বানিয়ে দিয়েছ আমার ঠিকানা -
প্রাণ জুড়াল, বাজল মাদল!
এভাবেই থাকবে তো!
আমার আশ্চর্য সকল?


1 comment:

Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...