তোমার অনেক গুলো রঙ কেউ বাসেনি ভাল

কে জানে কোথায় আছে
তোমার নামটা লেখা,
ছিঁড়ে যাওয়া বেলুনে
উঠোনে কিছু স্মৃতি রাখা,
ধরে যাওয়া আগুনে এখনও
যন্ত্রণা বোধ নাই,
মরে যাওয়া ফাগুনে কখনও
ফিরে পাবো না কোনটাই-
না পাবো তোমার মন
না হবে তুমি জীবন,
স্মৃতি নিয়ে বাঁচব কদিন
আমার বারান্দাকে প্রশ্ন করো!
না পাবো দেখতে তোমায়,
খুঁজবো রাতের উপমায়
কবিতা লিখে আর কতরাত,
এবার রাতের ঘর টা করো।
ঘর হবে না জানি
জানি সবই কি সে কারণ,
তবুও আকাশ বলে নি
বৃষ্টি নামা ও বারণ !!
আমার সাথে চল
কিচ্ছু ভাবনা করার নেই,
তোমার অতীত আমার না,
আমি পেয়েছি তোমাকেই।
আমি চেয়েছি তোমাকেই...।
তোমার অনেক গুলো রঙ
কেউ বাসেনি ভাল,
তবু আমার প্রিয় যখন
তোমার কাজল টা কালো...।
তুমি ভয়ঙ্কর, তুমি ভয়াবহ,
তুমিই শঙ্কর, তুমিই এলোমেলো,
তোমার যত্ন যেন গল্প এমন
বুঝেও তুমি বোঝো না যেমন ...।
তুমি আমার প্রিয়-
তুমি আমার প্রিয়-
কোন ডাকবাক্সে বলে দিও-
ভালবাস আমায়...
তুমি আমার সর্বনাশ...
এ মুহূর্তের শেষ ইতিহাস...

08.05.2018

No comments:

Post a Comment

Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...