Tuesday, May 12, 2020

তোমার অনেক গুলো রঙ কেউ বাসেনি ভাল


কে জানে কোথায় আছে
তোমার নামটা লেখা,
ছিঁড়ে যাওয়া বেলুনে
উঠোনে কিছু স্মৃতি রাখা,
ধরে যাওয়া আগুনে এখনও
যন্ত্রণা বোধ নাই,
মরে যাওয়া ফাগুনে কখনও
ফিরে পাবো না কোনটাই-
না পাবো তোমার মন
না হবে তুমি জীবন,
স্মৃতি নিয়ে বাঁচব কদিন
আমার বারান্দাকে প্রশ্ন করো!
না পাবো দেখতে তোমায়,
খুঁজবো রাতের উপমায়
কবিতা লিখে আর কতরাত,
এবার রাতের ঘর টা করো।
ঘর হবে না জানি
জানি সবই কি সে কারণ,
তবুও আকাশ বলে নি
বৃষ্টি নামা ও বারণ !!
আমার সাথে চল
কিচ্ছু ভাবনা করার নেই,
তোমার অতীত আমার না,
আমি পেয়েছি তোমাকেই।
আমি চেয়েছি তোমাকেই...।
তোমার অনেক গুলো রঙ
কেউ বাসেনি ভাল,
তবু আমার প্রিয় যখন
তোমার কাজল টা কালো...।
তুমি ভয়ঙ্কর, তুমি ভয়াবহ,
তুমিই শঙ্কর, তুমিই এলোমেলো,
তোমার যত্ন যেন গল্প এমন
বুঝেও তুমি বোঝো না যেমন ...।
তুমি আমার প্রিয়-
তুমি আমার প্রিয়-
কোন ডাকবাক্সে বলে দিও-
ভালবাস আমায়...
তুমি আমার সর্বনাশ...

এ মুহূর্তের শেষ ইতিহাস...

08.05.2018

Friday, May 8, 2020

তুমি বজ্র হলেও আমার আলোক!

তোমার সুঘ্রাণ,
নীরব পৃথিবী-
আমার কাব্য,
তোমার দখিনা দুয়ার
বাতাসের টান
অনবদ্য।
দিন শেষে প্রিয়মুখ
হাসিটা লেগে থাকুক,
আমার অনুরাগে
ঘর ছেড়ে যাবো তাই
বারেবার বলে যাই
তুমি চল সাথে।
বৃষ্টির ছিটেফোঁটা
তোমার চোখে চাওয়া,
আবার শিহরণ-
না পারি থামাতে
না পারি দেখাতে
চেয়ে থাকি কতক্ষণ!
যাবার ডাক এসেছে,
হয়তো বলা হবে না
কি ছিল গোপনে,
বিদায়ের বেলা এসে
তুফানের ঝড় এসে
নিয়ে যাবে টেনে।
হয়তো কিছুই বলা হবে না-
তোমার অপার আকাশ
মেঘের আড়ত,
তোমার যত্ন করা ছিন্ন করা ভালবাসা।
আমি আর কোথায় পাবো?
শত দুর্ভাগ্যের মিছিলে
তুমি সৌভাগ্য ছিলে,
তাই তোমাকেও নিয়ে যাবো।
যাবে না তুমি, সমাজের ভয়-
উদাসীন হয়ে রবে আমার প্রণয়,
চলে যাবো সীমানায়,
তোমার বাতাসের বেগ
আমায় উড়িয়ে নিয়ে যাবে
অন্য এক ঠিকানায়।
আরও কিছু দিন বাকি
আর কত দেবে ফাঁকি
মন লুকিয়ে কি হবে?
চলে যাবার সময়
একবার যেন দেখি তোমায়,
কিছুই নিয়ে যাবো না-
সবই পড়ে রবে।
ছবি হয়ে রবে।
আমার নিথর দেহ,
তোমার শান্তির ঘুম।
তুমি বজ্র হলেও আমার আলোক।
তোমার হাসি- 
মহাশূন্যের বজ্রপাত।
তোমার যত্ন।
তোমার জেগে থাকা।
আমার বেঁচে থাকা।

সুস্মিতা বিশ্বাস সাথী
তারিখঃ ০৮ / ০৫/ ২০২০ 

Wednesday, May 6, 2020

"মৃত্যুপুরী" সিমেনার প্রথম রোমান্টিক গান "সখিয়া"

বহু প্রতীক্ষার পর মুক্তি পেল "মৃত্যুপুরী" সিমেনার প্রথম রোমান্টিক গান "সখিয়া"। গানটি লিখেছেন সুস্মিতা বিশ্বাস সাথী, সুর ও মিউজিক করেছেন নাগিব হক। গানটি গেয়েছেন শাওন গানওয়ালা এবং নওমি। ডিরেক্টর জায়েদ রিযওয়ান ও প্রোডিউসার সহ পুরো টিম নিখুঁত ভাবে কাজ করেছেন। সিনেমাটি খুব ধ্রুত " BongoBD" র প্ল্যাটফর্ম এ মুক্তি পাবে। 
Watch the song "Shokhiya" of the upcoming Bangla Movie "Mrittupuri". Watch the title song of the upcoming new Bangla Movie "Mrittupuri" DOWNLOAD THE FREE APP - https://bit.ly/bongoandroid For IOS or Apple User: https://bit.ly/bongobdios For more movies, Natok, Web series and many more: https://bit.ly/bongoweb Singer: Shawon Gaanwala, Naumi Lyrics : Susmita Biswas Sathi Music : Nagib Hawk Cast: Arifin Shuvoo, Taskin, Prosun Azad SUBSCRIBE TO BONGOBD’S YOUTUBE CHANNEL: https://goo.gl/qXN19Q


Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...