Monday, April 20, 2020

বছরে বছরে আঁটকে যায় বিশেষ দিনের শুরু আর শেষ ভয়,
যুগ পার হয়ে যাবে ,এভাবেই একা একা গুণে যাব বাড়ন্ত সময়,
শুধু মনে পড়বে আমাকে ,সাজানো মুহূর্তের আমি থাকব না ...
বার মাসে ঘুরবে বছর,ভুল্বে না কিছু দিনের বাঁধন,
দিন ফিরবে চেনা তারিখে, ফিরবে না কিছু ''তুমি'' আর মন !
বাড়ন্ত স্ম্রিতি...কেন ফেরে বাড়ন্ত রূপে ...
বছর বছর ...!!

No comments:

Post a Comment

Featured Post

স্বপ্নকন্যার গল্প (সুস্মিতা বিশ্বাস সাথী)

সুস্মিতার বয়স তখন কতই বা হবে । বড়জোর পাঁচ কিংবা ছয়। আশপাশের আট দশটা স্বাভাবিক শিশুর মতোই সে সময়টা স্কুলের গণ্ডিতে পা রাখা শুরু সুস্মিতার...