জানিনা আবার ফিরবো কিনা সেই অতীতে,
যে অতীত ছিল দুর্বিষহ-
যে অতীত ছিল মনের হিতে মাঘের শীতে
এক টুকরো শুধু বিরহ,
যে অতীত ছিল বাঁধ না মানা, স্বপ্ন ডানার
সব উড়াল জানা ছিল আমার-
আদর ছিল সোহাগ ছিল আপনজনার;
তবু কি বাসনা পথ হারাবার-
সুখী অসুখী মুমূর্ষু অতীত,
সেথায় কেউ ফেরে না ; কেউ চায় না;
আমি সহ আমার প্রানের খেলায় জিত
রয়েছে প্রীত্ রয়েছে; কেউ পায় না।
আমি আবার খুঁজতে যাবো,
ধন্য হবো ফুল কুড়িয়ে বসন্তে যেমন বিকাশ,
আমি নিজেকে খুঁজে নেবো, অশুণ্য হবো
সব মিটিয়ে যত পুরোনো হিসাব নিকাষ..
আমি দৃঢ় হবো, উজ্জ্বল হবো আগের আলো নিয়ে,
নতুন সুরে নতুন আলো এর মধ্যে দিয়ে;
হৃদয়ে রবো, প্রিয় হবো, অতীত বিনিময়ে-
সরবে রবো, স্বীয় হবো, একান্ত প্রনয়ে..
সুস্মিতা বিশ্বাস সাথী
২৯-০৯-২০২৪ ( রাত ১২:০০-১২:৫০)